Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিকরন ও প্রজাস্বত্ব আইনের অধীন প্রণীত প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর বিধান অনুসারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ সমূহ স্তর ভিত্তিক প্রস্ত্তত হয়ে থাকে। রেকর্ড প্রণয়ন ও নকশা প্রস্তত কাজে নিয়োজিত অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীর সাথে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসে অথবা উপজেলায় অবস্থিত সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে ভূমি মালিকগণ কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারেন।

স্তর সমূহঃ ট্রাভার্স, কিস্তোর, খানাপুরী, খানাপুরী কাম বুঝারত, বুঝারত, তসদিক, খসড়া প্রকাশনা, আপত্তি দায়ের, আপত্তি শুনানী, আপিল শুনানী, চুড়ান্ত প্রকাশনা। চুড়ান্ত প্রকাশনা ও পরচা বিক্রয় ছাড়া অত্রাঅফিসে আর কোন কাজ থাকে না।